- মলত্যাগের পর রক্ত।
- মল অতিক্রম করার সময় অতিরিক্ত চাপ বা জ্বালা হতে পারে।
- ফুড়া হওয়া, পুঁজপড়া অথবা আঠালো পানি পড়া ইত্যাদি সমস্যা হওয়া।
- মলত্যাগের সময় ব্যথাহীন রক্তপাত।
- পায়ুপথের মুখের অংশগুলো বেরিয়ে আসা।
- মলদ্বারের চারপাশে চুলকানি।
- বসার সময় ব্যথা বা অস্বস্তি।
- পায়ুপথের পাশে ফুড়া হওয়া ।